কলকাতা: ভারত–বাংলাদেশ টানাপোড়েনের জেরে আইপিএল থেকে বাদ পড়লেন মুস্তাফিজুর রহমান। কেকেআর ৯.২ কোটি টাকায় তাঁকে নিয়েছিল, কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে বাদ দেওয়া হল। আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আর খেলতে পারবেন না বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।
বিসিসিআই স্পষ্ট নির্দেশ দিয়েছে, বাংলাদেশি ক্রিকেটারকে দলে রাখা যাবে না। সেই নির্দেশ মেনে কেকেআর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে, গত ডিসেম্বরে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছিল কেকেআর। এটি ছিল বাংলাদেশি ক্রিকেটারদের জন্য নজিরবিহীন দাম। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই সুযোগ হাতছাড়া হল মুস্তাফিজুরের।
প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর একাধিক হিংসাত্মক ঘটনার অভিযোগ ঘিরে ভারতে প্রতিবাদ হচ্ছিল। সেই আবহেই সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল, আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের বাদ দেওয়া হোক। অবশেষে বিসিসিআইয়ের সিদ্ধান্তে তা কার্যকর হল।
ক্রীড়া মহলে আশঙ্কা, এই ঘটনার পর আগামী দিনে হয়তো আর কোনও বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে দেখা যাবে না। ফলে শুধু মুস্তাফিজুর নয়, গোটা বাংলাদেশের ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে।

