ভিনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ! ১৫ বছর আচমকাই বাড়ি ফিরলেন মোস্তফা

মালদা: এ যেন হুবহু সিনেমার গল্প! ১৫ বছর আগে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তি হঠাৎ করেই ফিরে এলেন বাড়িতে। ভূত দেখার মত চমকে গেল সবাই।

১৫ বছর আগে বাড়ি ফেরার সময় ট্রেন থেকে নেমে জল আনতে গিয়ে ট্রেন মিস করেছিলেন, তারপর এই ১৫ বছরে নাকি তার কোনও খোঁজ ছিল না। অবসেশে এতদিন বাদে ফিরে এসেছেন, তাই তাকে চোখের দেখা দেখতে বাড়ির উঠোনে ভিড় উপচে পড়ল গ্রামবাসীদের।

শনিবার এই ঘটনা ঘটল মালদার মানিকচকের এনায়েতপুরে। জানা গেছে, মীরাগ্রামের পরিযায়ী শ্রমিক মীর মোস্তফা গত ২০১০ সালে উত্তর প্রদেশের গাজিয়াবাদে শ্রমিকের কাজ করতে যান। কিছুদিন কাজ করার পর তিনি সঙ্গী-সাথীদের সঙ্গে ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন।

কিন্তু ফেরার সময় তিনি ট্রেন থেকে নেমে জল আনতে যান। এরমধ্যে ট্রেন ছেড়ে দেয়। এরপর থেকে তিনি নিখোঁজ। পরিবার অনেক খোঁজাখুঁজি করেন। মানিকচক থানায় মিসিং ডায়েরী করেন। কিন্তু মীর মোস্তফার আর কোন হদিশ মেলেনি।

এরপর দেখতে দেখতে কেটে গেছে প্রায় ১৫ বছর। তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই ছেলে তার বাড়ি ফিরে আসার, আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু এরপরেই সিনেমার গল্পের মতো উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মীর মোস্তফাকে দেখতে পান তার গ্রামের মানুষজন। তারা সঙ্গে সঙ্গে মোস্তফার বাড়িতে খবর দেন। খবর পেয়েই পরিবারের লোকজনেরা গাজিয়াবাদে ছুটে যান এবং সেখানে এক ব্যক্তির বাড়িতে কাজের লোক হিসেবে লোক আশ্রয় নেওয়া মীর মোস্তফাকে শনিবার নিজের বাড়ি ফিরিয়ে আনেন।

বাড়ি পৌঁছানো মাত্রই বহু কৌতূহলী মানুষ তার বাড়ি ছুটে যান। তাকে চোখের দেখা দেখে অনেকেই রীতিমতো তাজ্জব বনে যায়। আর পরিবারবর্গ খশিতে উৎফুল্ল হয়ে ওঠেন।

About The Author