রাজগঞ্জের ঘটনায় অভিযুক্ত ডালিমের শাস্তি চেয়ে জুম্মার নামাজে দোয়া মুয়াজ্জিনদের

জলপাইগুড়ি: রাজগঞ্জে নাবালিকা ধর্ষণকাণ্ডে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি চেয়ে জুম্মার নামাজে ইমাম-মুয়াজ্জিনদের সম্মিলিত দোয়া

রাজগঞ্জে ১৩ বছরের নাবালিকার সঙ্গে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৬১ বছরের প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে এবার সরব হলেন এলাকার ইসলাম ধর্মাবলম্বীরা। শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিরা একত্রিত হয়ে দোয়া ও মুনাজাত করেন।

তাদের বক্তব্য, “এই ঘৃণ্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে সমাজে এমন ঘটনা আর না ঘটে।” তাঁরা আল্লাহর দরবারে শান্তি, সুবিচার ও নৈতিকতার পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রার্থনা করেন।

স্থানীয় মসজিদের ইমাম ও সর্দাররা জানান, “এই ঘটনার পর এলাকায় অশান্তি ছড়িয়েছে। আমরা চাই, আইন অনুযায়ী দোষীর বিচার হোক এবং সমাজে শান্তি ফিরে আসুক।”

প্রসঙ্গত, রাজগঞ্জে ওই নাবালিকার অন্তঃসত্ত্বা হওয়ার পরই চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত ডালিম মোহাম্মদকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি নিয়ে রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বিজেপি নেতারা সরাসরি মেয়েটির বাড়িতে গিয়ে ঘটনার নিন্দা জানান। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোড়ন তৈরি হয়।

About The Author