পুকুর না রাস্তা! সাংসদকে কাছে পেয়ে বঞ্চনার কথা শোনালেন গ্রামবাসীরা

রাজগঞ্জ: রাস্তা না পুকুর, বোঝা মুশকিল। বারবার প্রতিশ্রুতিই মেলে, কিন্তু রাস্তার হাল আর ফেরে না। সাংসদ আসছে শুনে জমা জলে পানা ফেলে প্রতিবাদ করলেন গ্রামবাসীরা। নির্বাচনী প্রচারে বেরিয়ে এলাকাবাসীর অভিযোগ শুনলেন সাংসদ। বললেন, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে গেছে।

শুক্রবার জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায় রাজগঞ্জ ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় নির্বাচনী জনসম্পর্কের কাজে আসেন। দুপুরে পানিকৌড়ি পঞ্চায়েতের মগরাডাঙ্গি এলাকায় যান। রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে যাতায়াতের মূল রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। ৪ কিলোমিটার ওই রাস্তা বর্ষাকালে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সেই বেহাল রাস্তার ওপর দিয়েই যাত্রা করেন সাংসদ। সাংসদ গাড়ি থেকে নেমে জলকাদার মধ্য দিয়ে হেটে মানুষের সঙ্গে কথা বলেন৷ সাংসদকে কাছে পেয়ে বঞ্চনার ক্ষোভের কথা জানালেন স্থানীয়রা।  সাংসদ এর দায় চাপিয়েছেন তৃণমূলের ঘাড়েই। কারণ ওই পঞ্চায়েত তৃণমূলের দখলে রয়েছে।

সাংসদের বক্তব্য, ভোট নেওয়ার জন্য শাসকদল মিথ্যে প্রতিশ্রুতি দেবে, সন্ত্রাস করে ভোট লুট করে ক্ষমতায় আসবে, তারপর এইভাবেই বঞ্চনা করবে।

About The Author