মা-ছেলের নীল ছবির কারবার? যুবতী নির্যাতন কাণ্ডে গ্রেপ্তার ছেলে আরিয়ান খান

হাওড়া: চাকরির টোপ দিয়ে বাড়িতে ডেকে তরুণীকে নির্যাতন! নীল ছবির কারবার মা ও ছেলের? এক যুবতীর নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় বাংলা। সেই ঘটনায় অবশেষে ধরা পড়ল ছেলে আরিয়ান খান। বুধবার শ্বেতা খানের মায়ের ফ্ল্য়াটে তল্লাশি চালায় পুলিশ। আরিয়ানকে গ্রেপ্তার করা গেলেও খোঁজ নেই নীল ছবির তারকা শ্বেতা খানের।

এরই মধ্যে শ্বেতার একের পর এক কুকীর্তি এসেছে সামনে। পুলিশ সূত্রে খবর, কোথায় তার নাম ফুলটুসি তো কোথাও শ্বেতা, কোথাও আবার মহসিনা বেগম। আগেও অস্ত্র আইনে গ্রেপ্তার হয়েছিল মহিলা। ডাকসাইটে তৃণমূল নেতাদের সঙ্গে ছবি পাওয়া গিয়েছে শ্বেতা খানের। ছেলেকে দিয়ে প্রেমের জ্বালে মেয়েদের ফাঁসানো হত বলেও অনুমান। যদিও নেতারা নাকি তাঁকে কেউই ব্যক্তিগত ভাবে চেনেন না।

প্রসঙ্গত, কদিন আগে এক যুবতীকে ওই ফ্ল্যাটে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে শ্বেতা খান ও তাঁর ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে। ওই ফ্ল্যাটে নীল ভিডিয়ো শ্যুটের কথা জানা যায়। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে জাতীয় মহিলা কমিশন জানিয়েছে, সংবাদমাধ্যমে তারা জানতে পেরেছে, পর্ন শ্যুটিংয়ে রাজি না হওয়ায় পানিহাটির ওই যুবতীকে আটকে রেখে নির্যাতন করা হয়। রড দিয়ে মারধর করা হয়েছে।

মঙ্গলবার শ্বেতার ফ্ল্য়াটে তল্লাশির জন্য় বাঁকড়া ফাঁড়ির পুলিশের তরফে হাওড়া আদালতে আবেদন জানানো হয়। এরপর তল্লাশি চালানোর অনুমতি দেন বিচারক। পুলিশ সূত্রে দাবি, অত্য়াচারের অভিযোগ খতিয়ে দেখতে বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে। অন্য়দিকে, এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন।

About The Author