জলপাইগুড়িঃ তিস্তায় ভেসে এসেছিল মর্টার শেল, না বুঝে কুড়িয়ে বাড়িতে আনতেই বিস্ফোরণ, মৃত্যু ২ জনের। আহত পরিবারের আরও ৪ জন। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি জেলার চাঁপাডাঙ্গায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিস্তার হড়পায় সেনার মর্টার শেলটি ভেসে এসেছিল। স্থানীয় এক কিশোর নদীতে মাছ ধরতে গিয়ে সেটি উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছিল। এদিন মর্টার শেলটি পরিষ্কার করে খেলছিল বাড়িরই কয়েকজন। সেই সময় আচমকা তাতে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন ৬ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও প্রশাসনের কর্তারা বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছেন। তবে ময়নাগুড়িতে সেনা আধিকারিকরা বারবার স্থানীয়দের সচেতন করেছিলেন এধরনের মর্টার শেল নিয়ে তা নাড়াচাড়া না করতে। এটা যে বিপজ্জনক হতে পারে তা বলা হয়েছিল। কিন্তু তারপরও অনেকেই সচেতন হননি। যার ফলেই এ দুর্ঘটনা।