গভীর রাতের ভূমিকম্পে লণ্ডভণ্ড মরক্কো। এই প্রথম দেশটিতে এত বড় ভূমিকম্প হল। ভূমিকম্পে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১ হাজার ৩৭ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
একদিকে যখন বিশ্বের তাবড় তাবড় নেতারা ভারতে জি২০ সম্মেলনে ব্যস্ত। সেইদিকে মরক্কোয় ঘটে গেল ভয়াবহ বিপর্যয়।
শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ পরপর ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬.৮। ১৯ মিনিট পর ধেয়ে আসে আফটারশক। পর্যটন শহর মারাক্কেশ থেকে ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে হাই অ্যাটলাস পর্বতে এই কম্পনের উৎস ছিল। ফলে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত মারাক্কেশ শহর।
বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে বড় ভুমিকম্পের সম্ভাবনা কখনই ছিল না। তাই মানুষ বিশেষ সতর্ক ছিলেন না। ঘরবাড়িও সেই হিসেবে বানানো হয়নি। তাই মৃত্যুর সংখ্যা বাড়ছে আরও বাড়তে পারে বলে শঙ্কা।
ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সাহায্যের আশ্বাস দিয়েছে রাষ্ট্রপুঞ্জও।