পর্তুগালকে হারিয়ে ইতিহাস গড়ল মরক্কো, চোখে জল রোনাল্ডো‌র

ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়ল মরক্কো। ১-০ গোলে মরক্কোর কাছে হেরে গেল পর্তুগাল। এদিকে, বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে কান্না চেপে রাখতে পারলেন না রোনাল্ডো। রোনাল্ডোর বর্তমান বয়স ৩৭। আসছে বিশ্বকাপে তাঁর বয়স হবে ৪১। সেই সময়ে বিশ্বকাপ খেলতে পারবেন না তিনি। এদিকে, মরক্কোর কাছে হেরে তীরে এসে তরী ডুবল পর্তুগালের।

ফিফা বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হয়েছিল পর্তুগাল। এই ম্যাচেও শুরুতে নামানো হয়নি রোনাল্ডো‌কে। ম্যাচের প্রথম থেকেই পর্তুগাল মরক্কো হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচের প্রথমার্ধের শেষে ৪২ মিনিটে এসে গোল করে মরক্কো। গোল করেন ইউসুফ এন নাসিরি। ব্যক্তিগত ভাবে বিশ্বকাপে তাঁর দ্বিতীয় গোল।

খেলার ৪৫ মিনিটের খেলা শেষ হওয়ার পরে ২ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কিছু করতে পারল না পর্তুগাল। প্রথমার্ধে ১-০ এগিয়ে রইল মরক্কো।

ম্যাচের ৫২ মিনিটে রুবেন নেভাসের জায়গায় মাঠে নামেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও এদিনের খেলায় রোনাল্ডো ম্যাজিক চোখে পড়ল না। ম্যাচের দ্বিতীয়ার্ধেও সমতায় ফিরতে মরিয়া চেষ্টা করে পর্তুগাল। কিন্তু বারবার চেষ্টা করেও সফল হলেন না। ৯০ মিনিটের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে থাকল মরক্কো। অতিরিক্ত সময়েও কোনও লাভ হল না পর্তুগালের। শেষ পর্যন্ত ০-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল। সেমিতে পৌঁছে ইতিহাস গড়ল মরক্কো। 

 

About The Author