Nairobi Fly: অ্যাসিড পোকার আতঙ্ক শিলিগুড়িতে, অসুস্থ শতাধিক পড়ুয়া

শিলিগুড়ি: অ্যাসিড পোকার আতঙ্ক ছড়িয়েছে শহর শিলিগুড়িতে। যেখানেই কামড়াচ্ছে সঙ্গে সঙ্গে সেই জায়গায় ফোসকা পরে যাচ্ছে। তারসঙ্গে অসহ্য যন্ত্রণা। কয়েকজনের আবার জ্বরও হচ্ছে। এই পোকার আক্রমণে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শতাধিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে বলে খবর। শহরেও একাধিক জায়গায় হানা দিয়েছে এই পোকা।

চিকিৎসকরা জানিয়েছেন, রোভ বিটেল নামের ওই পোকাটি অ্যাসিড পোকা নামেই পরিচিত। পোকাটিকে ‘কিংস অফ পেইন’ বা ‘ব্যথার রাজা’ বলা হয়ে থাকে। পোকাটি ৭-১০ মিলিমিটার লম্বা হয়। দেখতে কালো ও কমলা রংয়ের৷ রোভ বিটলের শরীরে পিডেরিন নামে অ্যাসিড জাতীয় একটি বিষাক্ত পদার্থ থাকে। এটি মানুষের স্কিনের ক্ষতি করে। শরীরের সংস্পর্শে যেতেই ত্বকের উপর লালচে দাগ ও ফুঁসকুড়ি হয়। এরপর সেখান থেকে শরীরের অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়ে ক্ষত। তার সঙ্গে জ্বালা অনুভব হতে শুরু করে।

প্রথমে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই পোকার দাপটে কয়েকজনের অসুস্থ হওয়ার খবর মিলেছিল। এরপর ধীরে ধীরে তা শহরের বিভিন্ন প্রান্তেই ছড়িয়ে পড়তে শুরু করেছে। এদিকে, সিকিমের মনিপাল ইউনিভার্সিটিতেও একাধিক পড়ুয়া আক্রান্ত হয়েছে বলে খবর। শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় এই পোকার কামড়ে প্রচুর মানুষে অসুস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। তার জেরে এখন রোভ বিটেল নিয়ে আতঙ্কে ভুগছেন শিলিগুড়িবাসী। পাশাপাশি জ্বর ও বমিও হয়। মূলত বর্ষাকালেই এই পোকার আমদানি হয়।

About The Author