কোচবিহার জেলায় করোনা আক্রান্ত আরও ৩২ জন

কোচবিহারঃ কোচবিহার জেলায় ৩২ জনের শরীরে মিলল করোনা সংক্রমণ। শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, ভিআরডিএলের ব্যাকলগে থাকা নমুনাগুলি পরীক্ষা করতে গিয়েই এদিন ৩২ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তরা প্রত্যেকেই কোচবিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিন বিকেলের মধ্যে কোচবিহার জেলা প্রশাসনকে এ বিষয়ে রিপোর্ট পাঠানো হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, সোমবার থেকে কোচবিহার জেলায় লালার নমুনা পরীক্ষার কোনও রিপোর্ট এসে পৌঁছায়নি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে পরপর চারদিন কোনও রিপোর্ট না আসায় ধোঁয়াশা তৈরি হয়েছে। এই চারদিনে ওই জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়েছেন কিনা সে ব্যাপারে কোনও তথ্য জানাতে পারেনি প্রশাসন। কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুমিত গঙ্গোপাধ্যায বলেন, ‘রিপোর্ট পেতে সমস্যা হচ্ছে। আশা করছি, দ্রুত রিপোর্ট পেয়ে যাব।’ তবে কী কারণে শিলিগুড়ি থেকে জেলায় রিপোর্ট আসছে না, সেবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

About The Author