লতার প্রয়াণে সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা, ১৫ দিন রাজ্যে বাজবে লতার গান

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে সোমবার রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা ২টোর পর সরকারি দপ্তর ছুটি হয়ে যাবে। শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতেই এমন সিদ্ধান্ত রাজ্যের।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সোমবার বেলা ২টোর পর সরকারি দফতর ছুটি। রাজ্যে ১৫ দিন ধরে বাজবে লতার গান। এদিকে, আগামী দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। এই দু’দিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকাও।

রবিবার সকালে প্রয়াত হন লতা মঙ্গেশকর। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে দেশবাসী। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘প্রয়াত আইকন ভারতরত্ন লতা মঙ্গেশকরকে অন্তরের শ্রদ্ধা জানাই। তাঁর পরিবার ও গোটা বিশ্বে তাঁর কোটি কোটি অনুরাগীদের আন্তরিক সমবেদনা। প্রতিভার নিরিখে তিনি ভারতের নাইটিঙ্গল।’

বাগদেবীর আরাধনার পরদিনই চলে গেলেন সুরের সরস্বতী। প্রয়াত লতা মঙ্গেশকর। ৯২ বছর বয়সে থেমে গেল তাঁর সুরেলা সফর। রবিবার সকাল ৮টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সংকট থেকে আর ফেরানো যায়নি লতাকে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ।

কোভিডে আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন লতা মঙ্গেশকর। প্রথম থেকেই তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি। শনিবার তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। এর আগেও সঙ্কটজনক অবস্থায় একাধিক বার হাসপাতালে ভর্তি হলেও প্রত্যেকবারই সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। তবে এবারে আর বাড়ি ফেরা হল না।

About The Author