২১ জুলাইয়ের আগে ফের মোদীর বঙ্গ সফর: দক্ষিণবঙ্গে জনসভা, বাড়ছে রাজনৈতিক উত্তাপ
তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস কর্মসূচিকে কেন্দ্র করে যখন রাজ্যে রাজনৈতিক প্রস্তুতি তুঙ্গে, তখন ফের বাংলা সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রের খবর, ১৮ জুলাই তাঁর দক্ষিণবঙ্গ সফরের সম্ভাবনা প্রবল। দমদম সেন্ট্রাল জেলের মাঠ কিংবা বারাসতের কোনও স্থানে হতে পারে প্রধানমন্ত্রীর জনসভা।
চার সাংগঠনিক জেলায় নজর বারাসত, বনগাঁ, বারাকপুর এবং কলকাতা উত্তর—এই চারটি সাংগঠনিক জেলার নেতা-কর্মীরা ইতিমধ্যে জনসভার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। গেরুয়া শিবির দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে সাংগঠনিকভাবে দুর্বল, তাই এই সফরকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
পূর্ব অভিজ্ঞতা ও রাজনৈতিক বার্তা প্রসঙ্গত, মে মাসেই আলিপুরদুয়ারে একটি বিশাল জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী, যেখানে তিনি পরবর্তী বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দেন। সেই থেকেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল, এবার কবে দক্ষিণবঙ্গে পা রাখবেন তিনি।
বিজেপিতে রদবদলের পর নতুন চ্যালেঞ্জ সম্প্রতি রাজ্য বিজেপির নেতৃত্বে পরিবর্তন এনেছে দল। সুকান্ত মজুমদারের পরিবর্তে রাজ্য সভাপতি হয়েছেন রাজ্যসভার সাংসদ ও পুরোনো বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর সামনে বড় লক্ষ্য—আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে গেরুয়া শিবিরের আসনসংখ্যা বাড়ানো।
সফরের তাৎপর্য ২১ জুলাইয়ের শহিদ দিবসের ঠিক আগেই প্রধানমন্ত্রীর এই সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বিজেপির পক্ষ থেকে এটি একপ্রকার রাজনৈতিক পাল্টা বার্তা বলেই দেখা হচ্ছে। পাশাপাশি, দক্ষিণবঙ্গে দলের শক্তি ফের চাঙ্গা করতে এই সভা হতে চলেছে ‘ভোকাল টনিক’, এমনটাই মনে করছে বিজেপি নেতৃত্ব।