‘খারাপ আবহাওয়ার কারণে’ সিকিম সফর বাতিল মোদীর, অনুষ্ঠান হবে ভিডিও কনফারেন্সিংয়ে

সিকিমে যেতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । খারাপ আবহাওয়ার কারণে সিকিম সফর বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। আপাতত উত্তরবঙ্গেই রয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে নির্ধারিত সূচি অনুযায়ী তিনি উত্তরবঙ্গে চলে এসেছেন। সেখান থেকে হেলিকপ্টারে তাঁর সিকিমে যাওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি প্রতিকূল থাকায় সিকিমে গেলেন না মোদী। নির্ধারিত কর্মসূচিতে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে উপস্থিত থাকবেন তিনি।

এদিন সকাল ১০টার আগেই বাগডোগরা বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রীর বিমান। কথা ছিল, বাগডোগরা থেকে হেলিকপ্টারে সোজা সিকিমের উদ্দেশে রওনা দেবেন তিনি। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। আকাশ মেঘলা থাকায় উড়তে পারেনি কপ্টার। বিমানবন্দরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন প্রধানমন্ত্রী। তার পর সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন বাগডোগরা থেকেই সিকিমের অনুষ্ঠানগুলিতে ভিডিয়ো কনফারেন্সিংয়ে যোগ দেবেন মোদী।

বৃহস্পতিবার বেলায় আলিপুর প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জোড়া কর্মসূচি রয়েছে। প্রথমে প্রশাসনিক মঞ্চ থেকে সরকারি প্রকল্পের শিলান্যাস করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তথ্য অনুযায়ী, দুই জেলায় আড়াই লক্ষ পরিবারকে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা হবে। প্রকল্পের মোট খরচ ১০১০ কোটি টাকা। এ ছাড়া, ওই প্রকল্পের অধীনে শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানে পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। দুই জেলায় ১৯টি সিএনজি স্টেশনও তৈরি করার কথা আছে, যাতে সিএনজি চালিত যানবাহনে জ্বালানি ভরার সমস্যা কমে।

About The Author