নোবেল শান্তি পুরস্কারের জন্য ভারতের সমর্থন চেয়ে সরাসরি ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প—এমনটাই দাবি করেছে দ্য নিউ ইয়র্ক টাইম্স।
১৭ জুনের সেই ফোনালাপে ট্রাম্প বলেন, ভারত–পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি তিনি নিজেই ‘সমাধান’ করেছেন, তাই পাকিস্তান তাঁকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে। ভারতেরও উচিত তাঁর নাম প্রস্তাব করা।
কিন্তু মোদী সেই দাবি নাকচ করে দেন। ভারতের তরফে জানানো হয়, যুদ্ধবিরতি হয়েছে দুই দেশের আলোচনার মাধ্যমেই, কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতায় নয়।
প্রতিবেদন অনুযায়ী, ৩৫ মিনিটের সেই ফোনালাপের পর দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আর কোনও যোগাযোগ হয়নি। এরপরই আমেরিকা ভারতের উপর চাপায় ৫০% পর্যন্ত শুল্ক।
পিটিআই সূত্রে জানা গেছে, কোয়াড সম্মেলনের জন্য ট্রাম্পের ভারত সফরের পরিকল্পনাও বাতিল হয়েছে। যদিও ভারত বা আমেরিকার পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য এখনও আসেনি।
এই ঘটনা ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা—নোবেল না পেয়ে শুল্ক চাপানো কি কূটনৈতিক প্রতিশোধ?