প্রয়াত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরা বেহেন। শেষ যাত্রায় সামিল হয়ে নিজের হাতে মায়ের দেহ কাধে তুলে নিলেন প্রধানমন্ত্রী। শ্মশান যাত্রার পর মায়ের মুখাগ্নির মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন করলেন প্রধানমন্ত্রী মোদী। শুক্রবার ভোরে তার শতায়ু মায়ের মৃত্যু হয়েছে। দেশবাসীকে সেই কথা টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
https://twitter.com/ANI/status/1608657708382826498
শুক্রবার বাংলায় আসার কথা থাকলেও মাতৃ বিয়োগের কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। সশরীরে বাংলায় না আসতে পারলেও ভার্চুয়ালি উদ্বোধন সারবেন বন্দে ভারত এক্সপ্রেসের।
শুক্রবার ভোর সাড়ে তিনটা নাগাদ হাসপাতালে হীরা বেনের মৃত্যু হয়েছে বলে খবর। সে কথা সকাল ছটা নাগাদ টুইট করে জানান প্রধানমন্ত্রী। সেখানে তিনি লেখেন শতবর্ষ উদযাপন করে ঈশ্বরের চরণে ঠাঁই নিয়েছেন তার মা। এরপর আমেদাবাদে গিয়ে মায়ের শেষ কাজ সম্পন্ন করলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর মাতৃ বিয়োগের পর দেশের রাষ্ট্রপতি নেতা মন্ত্রী সহ আপামর দেশবাসীর শোক প্রকাশ করেছেন। প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।