Modi-Yunus meet: সেপ্টেম্বরের শুরুতেই মোদী-ইউনূস বৈঠকের সম্ভাবনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মহম্মদ ইউনুস। সেপ্টেম্বরের শুরুতেই ব্যাংককে বিমসটেক গোষ্ঠীর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন দুই দেশের দুই রাষ্ট্রনেতা। বিমসটেক শীর্ষ সম্মেলনের পাশাপাশি মোদীর সঙ্গে ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে নির্ধারিত হয়েছে। বাংলাদেশে হাসিনা পতনের পর এই প্রথম দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক হতে চলেছে।

বিমসটেক হল সাত দেশের আঞ্চলিক জোট। এবার এই গোষ্ঠীর ষষ্ঠ শীর্ষ সম্মেলন হতে চলেছে ব্যাংককে। ভারত-সহ এই গোষ্ঠীর সকল সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরাই এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের কর্তারা জানিয়েছেন, ৩ সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ইউনুস। সম্মেলনের কাজ সেরে ৫ সেপ্টেম্বর ঢাকা ফিরবেন তিবনি। এর মধ্যে, ৪ সেপ্টেম্বর তিনি বিমসটেক শীর্ষ সম্মেলনে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তাঁর। শীর্ষ সম্মেলনের ফাঁকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

About The Author