Modi: পরিবেশ দিবসে ‘সিঁদুর’ গাছ লাগিয়ে কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী?

অপারেশন সিঁদুর সাফল্যের বার্তা দেশে-বিদেশে ছড়িয়ে এবার সিঁদুর নামের গাছ লাগালেন মোদী। দিলেন বিশেষ বার্তা।

৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে, সবুজায়নের গুরুত্ব বোঝাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারা গাছ লাগালেন নিজের বাসভবনের বাগানে। ‘সিঁদুর’ (Bixa orellana) গাছের চারা রোপণ করে দিলেন বার্তা। এই গাছ প্রাকৃতিক রঙ উৎপাদনে ব্যবহৃত হয় এবং আয়ুর্বেদিক গুণেও সমৃদ্ধ।

গাছটির চারারোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় একটি বিশেষ পরিবেশ সচেতনতা অভিযানের অংশ হিসেবে। প্রধানমন্ত্রী বলেন, “গাছ লাগানো শুধুমাত্র পরিবেশ সংরক্ষণের দিকেই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার।”

‘সিঁদুর’ গাছ রোপণের মাধ্যমে তিনি ঐতিহ্য ও প্রাকৃতিক সংস্থানের মধ্যে যোগসূত্র তৈরি করার বার্তাও দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এই গাছ থেকে পাওয়া প্রাকৃতিক রঞ্জক খাদ্য, প্রসাধনী ও ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়, যা পরিবেশবান্ধব ও স্বাস্থ্যের জন্য উপকারী।

এই কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী দেশবাসীকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা গ্রহণের অনুরোধ করেন।

About The Author