ফের আলোচনার কেন্দ্রে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে “আমার খুব ভালো বন্ধু” বলে অভিহিত করে জানিয়েছেন, আগামী সপ্তাহে তাঁদের মধ্যে কথা হবে।
যখন দুই দেশের মধ্যে বাণিজ্য জটিলতা চরমে পৌঁছেছে, তখন ট্রাম্পের এই নতুন বার্তা নিয়ে আলোচনা বাড়ছে। ট্রাম্প তাঁর Truth Social পোস্টে লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বাধা দূর করতে আলোচনা চলছে। আমি আমার খুব ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আগামী সপ্তাহে কথা বলার অপেক্ষায় আছি। আমি নিশ্চিত, আমাদের দুই মহান দেশের জন্য একটি সফল সমাধানে পৌঁছাতে কোনো সমস্যা হবে না”।
প্রধানমন্ত্রী মোদীও ইতিবাচক সুরে এর জবাব দিয়েছেন। তিনি X-এ লিখেছেন, “ভারত ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বন্ধু এবং প্রাকৃতিক অংশীদার। আমি আত্মবিশ্বাসী যে আমাদের বাণিজ্য আলোচনা দুই দেশের অংশীদারিত্বের সীমাহীন সম্ভাবনা উন্মোচন করবে। আমাদের দলগুলো দ্রুত এই আলোচনা শেষ করার জন্য কাজ করছে”।
তবে সাম্প্রতিক এই মন্তব্যগুলো ইঙ্গিত দিচ্ছে, দুই দেশ হয়তো আবারও আলোচনার টেবিলে বসতে চলেছে। পরবর্তী সপ্তাহে মোদী-ট্রাম্প কথোপকথন যদি বাস্তবায়িত হয়, তাহলে তা ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ মোড় হতে পারে।