মোদি-ট্রাম্প সাক্ষাতের ইঙ্গিত, কাশ্মীর ইস্যু নিয়ে না গলাবে না আমেরিকা

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কে ‘তীব্রতা’ থাকলেও, তা কাটিয়ে উঠছে দুই দেশ—এমনটাই জানালেন এক শীর্ষ মার্কিন কূটনীতিক। তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফের সাক্ষাৎ হবে, এবং তা ইতিবাচক আবহেই। চলতি বছর না হলেও আগামী বছর কোয়াড নেতাদের সম্মেলনে তাঁদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল।

কাশ্মীর ইস্যুতে আমেরিকার অবস্থানও স্পষ্ট করেছেন ওই কর্মকর্তা। তাঁর বক্তব্য, “এটি ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। প্রেসিডেন্ট ট্রাম্প যদি অনুরোধ পান, তবে সহায়তা করতে প্রস্তুত, কিন্তু এই মুহূর্তে তাঁর হাতে যথেষ্ট সংকট রয়েছে।” এর মাধ্যমে কাশ্মীর নিয়ে পূর্ববর্তী মধ্যস্থতার প্রস্তাব থেকে সরে এল আমেরিকা।

রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি কেনা নিয়ে কিছু মতবিরোধ থাকলেও, তা মেটাতে উচ্চপর্যায়ের আলোচনা চলছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি ও বিদেশ সচিবের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বিষয়টি উঠে এসেছে। সব মিলিয়ে, ভারত-আমেরিকা সম্পর্ককে ‘ভবিষ্যতের অংশীদারিত্ব’ বলেই ব্যাখ্যা করলেন ওই মার্কিন কর্মকর্তা।

About The Author