নয়াদিল্লি: লাদাখ সংঘর্ষের পর প্রথমবার চিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-বর্ধিত হুমকির আবহে এবার চিন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। চলতি মাসের শেষে তিয়ানজিন শহরে অনুষ্ঠিত হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর রাষ্ট্রনেতাদের বৈঠক। ওই বৈঠকে পাকিস্তানের সম্ভাব্য উপস্থিতিকে ঘিরে কূটনৈতিক আলোচনার কেন্দ্রে ভারত। ২০২০ সালের লাদাখ সংঘর্ষের পর এটিই মোদীর প্রথম চিন সফর।
রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করায় ভারতের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প, এবং আরও ২৫ শতাংশ বৃদ্ধির হুঁশিয়ারিও এসেছে তাঁর তরফে। এই জ্বালানি সখ্যতা চিনের ক্ষেত্রেও প্রযোজ্য, যা SCO বৈঠকে দুই দেশের উপস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
SCO-র এই বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যোগ দেবেন কি না তা এখনও নিশ্চিত নয়। তবে পহেলগাঁও হত্যাকাণ্ড এবং ‘অপারেশন সিঁদুর’-এর পর মোদীর বার্তা ঘিরে কূটনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে।
এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর SCO-র বৈঠকে অংশ নিয়েছেন এবং সন্ত্রাসবাদের প্রসঙ্গে পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়েছেন। এবার মোদীর মুখে সেই বার্তা কতটা জোরালো হবে, সেটিই দেখার।

