নয়াদিল্লি: মহালয়ার বিকেলে (২১ সেপ্টেম্বর ৫টায়( জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্রীয় সূত্রে খবর, ভাষণের বিষয়বস্তু এখনও প্রকাশ করা হয়নি, তবে তাৎপর্যপূর্ণ এই দিনটিকে ঘিরে জল্পনা তুঙ্গে।
আগামীকাল থেকেই কার্যকর হতে চলেছে জিএসটি ২.০ সংস্কার—নতুন কর স্ল্যাব, পণ্যের দাম হ্রাস এবং ব্যবসায়িক কাঠামোয় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন H-1B ভিসা নীতির প্রেক্ষিতে আন্তর্জাতিক কর্মসংস্থান ও অভিবাসন নীতির প্রসঙ্গও উঠে আসতে পারে প্রধানমন্ত্রীর ভাষণে।
অতীতে মোদীর জাতির উদ্দেশে ভাষণ বহুবার বড় সরকারি সিদ্ধান্তের পূর্বাভাস দিয়েছে—নোটবন্দি, লকডাউন, বালাকোট এয়ারস্ট্রাইক কিংবা অপারেশন সিঁদুরের মতো ঘটনার প্রেক্ষিতে।
আজকের ভাষণেও কি রয়েছে তেমন কোনও বড় ঘোষণা? দেশবাসী অপেক্ষায়।