‘লন্ঠনের আর দরকার নেই, NDA-র বিকাশের আলোয় বিহার উজ্জ্বল’, সমস্তিপুরে মোদীর কটাক্ষ

সমস্তিপুরে মোদীর জনসভায় RJD-কে কটাক্ষ— “বিহারের এমন কোনও প্রান্ত নেই যেখানে NDA বিকাশের আলো পৌঁছায়নি।” জঙ্গলরাজ কথাটি ১৭বার বললেন মোদী। 

বিহারে NDA-র নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কটাক্ষের সুরে বললেন, “মোবাইলের ফ্ল্যাশ লাইট থাকতে লন্ঠনের কী প্রয়োজন?” এই মন্তব্যের মাধ্যমে তিনি RJD-র প্রতীক ‘লন্ঠন’-কে নিশানা করেন।

মোদী বলেন, “বিহারের এমন কোনও প্রান্ত নেই যেখানে NDA সরকার বিকাশের আলো পৌঁছে দেয়নি।” তিনি দাবি করেন, নীতীশ কুমারের নেতৃত্বে NDA বিহারে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ক্ষমতায় আসতে চলেছে।

তিনি আরও বলেন, “RJD-কংগ্রেসের নেতারা চুরির মামলায় জামিনে মুক্ত। এখন ওরা কর্পূরী ঠাকুরের সম্মান চুরির চেষ্টা করছে। কিন্তু বিহারের মানুষ তা কখনও সহ্য করবেন না।”

মোদীর ভাষণে ‘জঙ্গলরাজ’ শব্দটি ১৭ বার উচ্চারিত হয়, যা RJD-র শাসনকালকে ইঙ্গিত করে। তিনি জনতার উদ্দেশে বলেন, “আপনারা কি আবার লাঠবন্ধন সরকারকে এনে পুরনো দিন ফিরিয়ে আনতে চান?”

About The Author