‘শান্তিতে থাকো, রুটি খাও, নাহলে আমার গুলি কিন্তু রেডি আছে’, পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা মোদীর। ‘পাকিস্তানিদের বলতে চাই, ভারত কোথায় পৌঁছে গেছে, আপনারা কি পেলেন?’ প্রশ্ন মোদীর। সোমবার গুজরাতের ভুজে এক জনসভা থেকে পরপর মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদীর কথায়, পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদকে ক্রমাগত সমর্থন জুগিয়ে চলেছে সেটি যে আর বরদাস্ত করা হবে না।
পাকিস্তানের উদ্দেশ্যে হুঁশিয়ারির সুরে তিনি এটাও জানান যে, অপারেশন সিঁদুর একটি বার্তা ছিল সারা বিশ্বের সন্ত্রাসবাদের বিরুদ্ধে। পাকিস্তান যেন এটি ভালোভাবে বুঝে যায় যে, এবার থেকে যে কোনও উস্কানিমূলক পদক্ষেপের জবাব কড়াভাবেই দেওয়া হবে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে সংঘটিত হয়েছিল ভারতের ‘অপারেশন সিঁদুর’, আর সেই প্রত্যাঘাতের জেরে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত তাঁরা সংঘর্ষ-বিরতির জন্য অনুরোধ করে ভারতের কাছে, যাতে রাজি হয় ভারত। সেই সংঘর্ষ বিরতির প্রায় দুসপ্তাহ পরে ভুজের এই জনসভায় কার্যত রনংদেহী মেজাজেই দেখা গেল প্রধানমন্ত্রীকে।
তিনি বলেন, ‘পহেলগাঁও কাণ্ডের পর আমরা ১৫ দিন অপেক্ষা করেছিলাম যাতে পাকিস্তান ওই জঙ্গীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। কিন্তু তাঁরা সেটা না করায় আমি সেনাকে পুরো স্বাধীনতা দেই নিজেদের মতো পদক্ষেপ গ্রহণ করার জন্য।’
পড়শি দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি এদিন পাকিস্তানের যুব সমাজকেও এগিয়ে আসার বার্তা দেন। তিনি বলেন, ‘পাকিস্তানের জনগণকে সন্ত্রাসবাদ নামক এই অসুখ থেকে মুক্ত করার জন্য পাকিস্তানের যুব সমাজকেও এগিয়ে আসতে হবে। শন্তিতে জীবন অতিবাহিত করুন, শান্তিতে নিজের খাবার খান নয়তো আমার বুলেটতো তৈরিই রয়েছে।’