সীমান্ত হয়ে সন্ত্রাস ছড়ানো চলবে না—চিনের মাটিতে দাঁড়িয়ে কড়া বার্তা মোদীর, পাশে বেজিং

চিনের তিয়ানজিনে অনুষ্ঠিত SCO সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকে উঠে এল সীমান্তপারের সন্ত্রাসের প্রসঙ্গ।

ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী জানিয়েছেন, মোদী বৈঠকে স্পষ্ট করে বলেন—সীমান্ত হয়ে সন্ত্রাস ছড়ানো শুধু ভারতের নয়, চিনের নিরাপত্তার জন্যও হুমকি। তাই এই সমস্যা মোকাবিলায় দুই দেশের যৌথ উদ্যোগ জরুরি।

চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও মোদীর বক্তব্যে সহমত প্রকাশ করে জানান, ভারতকে ‘পূর্ণ সমর্থন’ দেবে বেজিং।

এই বার্তা শুধু SCO সম্মেলনের প্রেক্ষিতে নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির পরিসরে তাৎপর্যপূর্ণ। কারণ পাকিস্তানের সঙ্গে চিনের সম্পর্ক বরাবরই মসৃণ। সেই আবহে সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে চিনের পাশে দাঁড়ানোকে কৌশলগত জয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।

মোদী বলেন, “ভারত ও চিনের ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িয়ে আছে পারস্পরিক সংহতির সঙ্গে। এই সম্পর্ক এগিয়ে যাক বিশ্বাস, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে।”

শি জিনপিংও বলেন, “ড্রাগন ও হাতির একজোট হওয়া দরকার। এই পৃথিবী পরিবর্তনের পথে, আমাদের বন্ধুত্বই ভবিষ্যতের পথ দেখাবে।”

About The Author