ট্রাম্প-চাপের মাঝে ‘বন্ধু’ পুতিনের সঙ্গে মোদীর ফোনালাপ, ভারত-রাশিয়া সম্পর্কে জোর

নয়াদিল্লি: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনের মাঝে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। সেই কথোপকথনের কথা নিজেই জানিয়েছেন মোদী, এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে।

মোদী লেখেন, “বন্ধু পুতিনের সঙ্গে খুব ভাল এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে। ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জানানোর জন্য তাঁকে ধন্যবাদ। ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক এজেন্ডা পর্যালোচনা করেছি এবং কৌশলগত অংশীদারিত্ব আরও বাড়ানোর বিষয়ে মত বিনিময় করেছি। চলতি বছরে পুতিনকে ভারত সফরে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছি।”

এই ফোনালাপের ঠিক আগের দিন, বৃহস্পতিবার, মস্কোয় গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সূত্রের খবর, সেই বৈঠকের পরেই মোদী-পুতিনের ফোনালাপ হয়।

অন্যদিকে, বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানা বসানো হবে। ফলে রফতানি পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক কার্যকর হতে চলেছে ২৭ আগস্ট থেকে।

এই সিদ্ধান্তের পেছনে রাশিয়া থেকে তেল কেনার বিষয়টিকেই ‘অপরাধ’ হিসেবে দেখছে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে মোদী-পুতিনের কথোপকথন শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং আন্তর্জাতিক চাপ মোকাবিলায় কৌশলগত বন্ধুত্বের বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা।

প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক চাপিয়েছেন রাশিয়া থেকে তেল কেনার কারণে। এই আবহে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী মোদী। দ্বিপাক্ষিক সম্পর্ক ও ইউক্রেন পরিস্থিতি নিয়েই আলোচনা।

About The Author