Viral: মোদী-পুতিন এগিয়ে গেলেন, ‘বাঁকা চোখে’ চেয়ে রইলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে নজরকাড়া দৃশ্য।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেখা গেল একসঙ্গে হাসিমুখে খোশগল্পে মেতে থাকতে। তাঁদের পাশে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও।

এই দৃশ্যের ঠিক পাশেই, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে দেখা গেল একা, মুখ গম্ভীর করে দাঁড়িয়ে থাকতে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মোদী-পুতিন এগিয়ে যাচ্ছেন, শরিফ তাঁদের দিকে চেয়ে রয়েছেন—কোনও আলাপ বা সৌজন্য বিনিময় হয়নি।

বিশ্লেষকদের মতে, এই দৃশ্য শুধু কূটনৈতিক সৌজন্য নয়, SCO-র ভেতরে ভারত-রাশিয়া-চীন ঘনিষ্ঠতার বার্তা বহন করে। পাকিস্তানের ক্রমশ কোণঠাসা হয়ে পড়ার ইঙ্গিতও স্পষ্ট।

  • তিয়ানজিনে SCO সম্মেলনে মোদী-পুতিনের ঘনিষ্ঠ মুহূর্তে একা চেয়ে রইলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি ভাইরাল, কূটনৈতিক বার্তা স্পষ্ট—কে এগিয়ে, কে কোণঠাসা?

About The Author