নয়াদিল্লি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরে ফের উঠে এল দুই দশকের পুরনো স্মৃতি। ২০০১ সালে মস্কো সফরে গিয়েছিলেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে সরকারি বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। সেই সফরে পুতিনের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ হয় মোদির।
সেই মুহূর্তের ছবি গত বছরই একবার ভাইরাল হয়েছিল। এবার পুতিনের ভারত সফরের আগে আবারও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ছবিটি। দেখা যায়, নথি স্বাক্ষরের সময় বাজপেয়ীর পাশে দাঁড়িয়ে আছেন মোদি, আর সামনে বসে আছেন পুতিন।
শুক্রবার দিল্লিতে বৈঠকের সময় মোদি নিজেই সেই স্মৃতির কথা তুললেন। তিনি বলেন, “২০০১ সালে প্রথমবার পুতিনের সঙ্গে দেখা হয়েছিল। তখন আমি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলাম। কিন্তু পুতিন আমাকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছিলেন। হয়ত সেকথা আপনিও মনে রেখেছেন।
ভারত-রাশিয়া বৈঠক চলাকালীন ২০০১ সালের মস্কো সফরের পুরনো স্মৃতি মনে করালেন মোদি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।

