Modi-Trump: ‘বন্ধু’ ট্রাম্পের সঙ্গে ফোনে আলাপ মোদীর, কি কথা হল?

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের সাতদিনের মাথায় তাঁকে ফোন করে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কী কথা হল?

সোমবার ফোন করেন মোদীই। ট্রাম্পের সঙ্গে ফোনে কথোপকথনের পর নিজেই তা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান মোদী। তিনি লেখেন, ‘আমার প্রিয় বন্ধুর সঙ্গে কথা বলে খুব আনন্দিত হলাম। দুই দেশ ও বিশ্বজুড়ে উন্নয়ন ও শান্তি বজায় রাখতে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ মার্কিন মসনদে দ্বিতীয় অধ্যায়ের জন্য ট্রাম্পকে অনেক শুভেচ্ছা জানান শুরুতেই।

প্রসঙ্গত, মোদীর সঙ্গে ট্রাম্পের বরাবরই বেশ ভালো সম্পর্ক। ২০২০ সালে প্রেসিডেন্ট থাকাকালীন দু’দিনের সফরে ভারতে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় অধ্যায় শুরুর হাত ধরেই হয়তো পুনরায় ভারতে আসার সম্ভাবনা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। আর মার্কিন মসনদে তাঁর দ্বিতীয় অধ্যায় শুরু হওয়ার সঙ্গেই ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বহু বিশ্বনেতাই। শপথগ্রহণের পর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদীও। তারপর সাতদিন পেরতে না পেরতেই পুরনো বন্ধুকে ফোন করে নিলেন তিনি।

About The Author