লখনউতেই তৈরি হবে ব্রহ্মোস! ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য জানিয়ে পাক জঙ্গিদের বার্তা মোদির

নয়াদিল্লি: ভারতের প্রতিরক্ষা শক্তির নতুন অধ্যায় শুরু হতে চলেছে লখনউ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার উত্তরপ্রদেশের বারাণসীতে এক জনসভায় ঘোষণা করেন, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র এখন থেকে তৈরি হবে লখনউতেই।

‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মোকাবিলায় ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য তুলে ধরে তিনি বলেন, ‘‘বিশ্ব দেখেছে আমাদের দেশীয় অস্ত্রের ক্ষমতা। ‘আত্মনির্ভর ভারত’-এর শক্তি প্রমাণ করেছে আমাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও এয়ার ডিফেন্স সিস্টেম। বিশেষ করে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র। এবার তা তৈরি হবে লখনউতে।’’

প্রধানমন্ত্রী আরও জানান, উত্তরপ্রদেশ ডিফেন্স করিডরে একাধিক বড় প্রতিরক্ষা সংস্থা তাদের উৎপাদন কেন্দ্র গড়ে তুলছে। ‘‘শিগগিরই ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্রই হয়ে উঠবে আমাদের বাহিনীর প্রধান শক্তি,’’ বলেন তিনি।

‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যকে ভগবান মহাদেবের আশীর্বাদ বলে উল্লেখ করে মোদি বলেন, ‘‘পাহালগামে ২৬ নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল জঙ্গিরা। আমার হৃদয় ভেঙে গিয়েছিল। আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমার কন্যাদের সিঁদুরের অপমানের প্রতিশোধ নেব। মহাদেবের আশীর্বাদে সেই প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। এই সাফল্য আমি মহাদেবের চরণে উৎসর্গ করছি।’’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘যখন অন্যায় ও সন্ত্রাস সামনে আসে, মহাদেব রুদ্ররূপ ধারণ করেন। ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারত সেই রুদ্ররূপ দেখিয়েছে। কেউ ভারতের সঙ্গে ছলচাতুরী করলে, তাকে ‘পাতাল লোক’-এ গিয়েও রেহাই দেওয়া হবে না।’’

উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পাহালগামে জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ নাগরিক নিহত হন। তারই প্রতিশোধ নিতে ৭ মে ভারতীয় সেনা চালায় ‘অপারেশন সিঁদুর’।

About The Author