পূজোর আগে GST ছাড়ে স্বস্তির হাওয়া, ‘প্রতিশ্রুতি পূরণ’, বললেন মোদী

নয়াদিল্লি: এই বছরের উৎসব মরসুমে ভারতীয় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে চলেছে জিএসটি কাউন্সিলের বড় সিদ্ধান্ত। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, গ্যাজেট, রেস্তোরাঁয় খাওয়া এবং ভ্রমণ—সব ক্ষেত্রেই কর ছাড়ের ফলে খরচ কমবে সাধারণ মানুষের।

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, উৎসবের আগে সাধারণ মানুষের খরচের চাপ কমাতে সরকার পদক্ষেপ নেবে। সেই প্রতিশ্রুতি রক্ষা করেই ১২% ও ২৮% জিএসটি হার বাতিল করে ৫% ও ১৮% হারকে বজায় রেখে নতুন কর কাঠামো চালু করা হয়েছে।

এই পরিবর্তন কার্যকর হবে ২২ সেপ্টেম্বর থেকে, ঠিক উৎসবের কেনাকাটার সময়েই। ফলে দুধ, পনির, বিস্কুট, পাস্তা, আইসক্রিমের মতো রান্নার উপকরণ থেকে শুরু করে শ্যাম্পু, সাবান, টুথপেস্ট, খেলনা, মোমবাতি—সবই এখন সস্তায় মিলবে।

বড় গ্যাজেট যেমন এসি, টিভি, ডিশওয়াশারেও কর কমায় উৎসবের বাজারে বিক্রি বাড়ার আশা করছেন বিক্রেতারা। রেস্তোরাঁয় খাওয়ার খরচও কমবে, কারণ এখন থেকে মাত্র ৫% জিএসটি দিতে হবে।

হোটেলেও স্বস্তি—৭৫০০ টাকার নিচে ঘর হলে ১২% জিএসটি, আর ১০০০ টাকার নিচে হলে কোনও করই নয়। ফলে পরিবারগুলোর জন্য ছুটি কাটানো আরও সহজ হবে।

প্রধানমন্ত্রী এই সংস্কারকে “নেক্সট-জেনারেশন জিএসটি” বলে অভিহিত করেছেন, যা সাধারণ মানুষ, কৃষক, মহিলা, যুবসমাজ ও ছোট ব্যবসার জন্য উপকারী হবে বলে জানিয়েছেন।

About The Author