টানা তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করলেন নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রী হলেন কারা? জেনে নিন
মোদীর মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা
১. রাজনাথ সিং (বিজেপি)- উত্তর প্রদেশ
২. অমিত শাহ (বিজেপি)- গুজরাট
৩. লালন সিং (জেডিইউ)- বিহার
৪. পীযূষ গোয়াল (বিজেপি)- মহারাষ্ট্র
৫. প্রহ্লাদ জোশী (বিজেপি)- কর্নাটক
৬. মনসুখ মাণ্ডব্য (বিজেপি)- কর্নাটক
৭. জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (বিজেপি)- মধ্য প্রদেশ
৮. সর্বানন্দ সোনোয়াল (বিজেপি)- অসম
৯. নীতীন গড়করি (বিজেপি)- মহারাষ্ট্র
১০. জুয়াল ওরাম (বিজেপি)- ওড়িশা
১১. চিরাগ পাসওয়ান (এলজেপি)- বিহার
১২. এসপি সিং বাঘেল (বিজেপি)- উত্তর প্রদেশ
১৩. রামদাস আঠাওয়ালে (রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া)- মহারাষ্ট্র
১৪. জয়ন্ত চৌধুরী (রাষ্ট্রীয় লোকদল)- উত্তর প্রদেশ
১৫. শোভা করন্দলাজে (বিজেপি) কর্নাটক
১৬. পঙ্কজ চৌধুরী (বিজেপি)- উত্তর প্রদেশ
১৭. শ্রীপাদ নায়েক (বিজেপি)- গোয়া
১৮. কিরণ রিজিজু (বিজেপি)- অরুণাচল প্রদেশ
১৯. বিএল ভার্মা (বিজেপি)- উত্তর প্রদেশ
২০. কমলেশ পাসোয়ান (বিজেপি)- উত্তর প্রদেশ
২১. রবনীত সিং বিট্টু (বিজেপি)-পাঞ্জাব
২২. রামনাথ ঠাকুর (জেডিইউ)- বিহার
২৩. ডি কে অরুণা (বিজেপি)- তেলঙ্গানা
২৪. এইচডি কুমারস্বামী (জেডিএস)- কর্নাটক
২৫. এস জয়শঙ্কর (বিজেপি)- কর্নাটক
২৬. নির্মলা সীতারমন (বিজেপি)- কর্নাটক
২৭. ভূপেন্দ্র যাদব (বিজেপি)- রাজস্থান
২৮. রাও ইন্দ্রজিৎ (বিজেপি)- গুরগাঁও
২৯. গিরিরাজ সিং (বিজেপি)- বিহার
৩০. ধর্মেন্দ্র প্রধান (বিজেপি)- ওড়িশা
৩১. অর্জুন রাম মেঘওয়াল (বিজেপি)- রাজস্থান
৩২. অন্নপূর্ণা দেবী (বিজেপি)- ঝাড়খণ্ড
৩৩. কৃষ্ণ পাল গুর্জার (বিজেপি)- হরিয়ানা
৩৪. মনোহরলাল খট্টর (বিজেপি)- হরিয়ানা
৩৫. হরদীপ সিং পুরী (বিজেপি)- উত্তর প্রদেশ
৩৬. অশ্বিনী বৈষ্ণব (বিজেপি)- ওড়িশা
৩৭. পবিত্র মার্গারিটা (বিজেপি)- ওড়িশা
৩৮. নিত্যানন্দ রাই (বিজেপি)- বিহার
৩৯. সুকান্ত মজুমদার (বিজেপি)- পশ্চিমবঙ্গ
৪০. অনুপ্রিয়া পটেল- (আপনা দল)- উত্তর প্রদেশ
৪১. সিআর পাটিল (বিজেপি)- গুজরাট
৪২. এল মুরুগান (বিজেপি)- কর্নাটক
৪৩. জিতিন প্রসাদ (বিজেপি)- উত্তর প্রদেশ
৪৪. জিতেন্দ্র সিং (বিজেপি)- জম্মু
৪৫. রাম মোহন নাইডু (টিডিপি)- অন্ধ্রপ্রদেশ
৪৬. বান্দি সঞ্জয় (বিজেপি)- তেলঙ্গানা
৪৭. শ্রীনিবাস ভার্মা (বিজেপি)- অন্ধ্রপ্রদেশ
৪৮. শিবরাজ চৌহান (বিজেপি)- মধ্যপ্রদেশ
৪৯. পি. চন্দ্রশেখর (টিডিপি)- অন্ধ্রপ্রদেশ
৫০. হর্ষ মালহোত্রা (বিজেপি)- দিল্লি
৫১. সঞ্জয় শেঠ-বিজেপি-ঝাড়খণ্ড
৫২. রক্ষা খড়সে (বিজেপি)- মহারাষ্ট্র
৫৩. পিসি মোহন (বিজেপি)- কর্নাটক
৫৪. জিতন রাম মাজি (হাম)- বিহার
৫৫. সতীশ দুবে (বিজেপি)- বিহার
৫৬. রাজভূষণ নিষাদ (বিজেপি)- বিহার
৫৭. বি সোমান্না (বিজেপি)- কর্নাটক
৫৮. বীরেন্দ্র খটিক (বিজেপি)- মধ্যপ্রদেশ