সবুজ পতাকা ওড়ালেন প্রধানমন্ত্রী, কলকাতার মেট্রো মানচিত্রে যোগ হল তিনটি নতুন রুট!

কলকাতায় মেট্রো পরিকাঠামোর ইতিহাসে যুক্ত হল নতুন অধ্যায় শুক্রবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবুজ পতাকা ওড়িয়ে উদ্বোধন করলেন শহরের তিনটি নতুন মেট্রো রুট

তাঁর সঙ্গে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ছিলেন রাজ্যের বিরোধী মুখ শুভেন্দু অধিকারী, বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, সাংসদ শান্তনু ঠাকুর এবং বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক শমিক ভট্টাচার্য।

কলকাতার যাত্রীদের জন্য এটি এক বড় স্বস্তির খবর, কারণ নতুন রুটগুলি শহরের উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিম সংযোগ আরও মজবুত করবে।

নতুন রুটগুলির মধ্যে রয়েছে—

  • জোকা–এসপ্ল্যানেড (দক্ষিণ কলকাতার সঙ্গে কেন্দ্রীয় সংযোগ)
  • রুবি–বারাসাত (ইস্ট-ওয়েস্ট করিডর সম্প্রসারণ)
  • দমদম–বেলঘরিয়া (উত্তর কলকাতার নতুন সংযোগ)

About The Author