নয়াদিল্লি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সাংসদদের স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লিতে বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে তিনি জানান, বাংলায় জয় নিশ্চিত করতে হলে এখন থেকেই কঠিন পরিশ্রম করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। বাংলায় দলের অগ্রগতি হয়েছে, সেই গতি বজায় রাখতে হবে।” বৈঠকে তিনি সাংসদদের বুথ লেভেল সংগঠন আরও শক্তিশালী করার নির্দেশ দেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলির প্রচার বাড়ানোর কথা বলেন। মোদীর বক্তব্যে বারবার উঠে আসে ভোটার তালিকার শুদ্ধিকরণের প্রসঙ্গ। তিনি সাংসদদের বলেন, এই বিষয়টি ভোটারদের কাছে তুলে ধরতে হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভা ও রাজ্যসভার প্রায় ৪৫-৫০ জন সাংসদ। জানা গিয়েছে, খগেন মুর্মুর উপর হামলার বিষয়েও প্রধানমন্ত্রী খোঁজ নেন। বৈঠকের পর দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা জানান, “গতবার বুথ লেভেলে কিছু ভুল হয়েছিল। এবার সেই ভুল আর হবে না।” রাজনৈতিক মহলে এই বৈঠককে বিজেপির নির্বাচনী প্রস্তুতির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বাংলায় জয় নিশ্চিত করাই এখন দলের মূল লক্ষ্য।

