শুল্ক-চাপের আবহে ফের মার্কিন সফরে প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি: সামনের মাসে ফের আমেরিকায় যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বর মাসের শেষের দিকেই মার্কিন সফরের সম্ভাবনা রয়েছে তাঁর। নিউ ইয়র্কে রয়েছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠক। সেই বৈঠকেই যোগ দিতেই আমেরিকায় যাওয়ার কথা মোদীর। তবে এ ব্যাপারে ভারত সরকারের তরফে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি।

জানা গেল, প্রধানমন্ত্রী মোদী আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের (UNGA) ৮০তম অধিবেশনে অংশ নিতে মার্কিন মুলুকে যাবেন। জাতিসংঘের প্রকাশিত প্রাথমিক বক্তাদের তালিকা অনুযায়ী, মোদী আগামী ২৬ সেপ্টেম্বর অধিবেশনে বক্তব্য পেশ করবেন।একই দিনে ভাষণ দেওয়ার কথা চীন, পাকিস্তান, বাংলাদেশ ও ইসরায়েলের রাষ্ট্রপ্রধানদেরও।

মোদী এর আগে ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে গিয়েছিলেন, সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হয়। সেই বৈঠকে দুই নেতা একটি বহুমুখী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম ধাপ নিয়ে পরিকল্পনা ঘোষণা করেছিলেন।

তবে এই আলোচনার মধ্যেই ট্রাম্প প্রশাসন ভারতের রাশিয়া থেকে তেল কেনার ওপর ২৫% অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, যা ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে “অন্যাযুক্ত ও অযৌক্তিক” বলে অভিহিত করেছে এবং জানিয়েছে, “ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

সেই আবহেই সামনের মাসে মোদীর আমেরিকা সফর এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা।

About The Author