Modi-Mamata meeting: মোদী-মমতার সাক্ষাতের সম্ভাবনা, জোর জল্পনা রাজ্য-রাজনীতিতে

কলকাতা: আগামী ৯ জুন দিল্লি সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রের খবর, দু’দিনের এই সফরে মূলত রাজ্যের বকেয়া টাকা আদায়ের দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল সূত্রের দাবি, কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা রয়েছে প্রায় ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা, যার মধ্যে রয়েছে একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী সড়ক যোজনা ও আবাস যোজনার বকেয়া।

২০২০ সাল থেকে এই টাকা আটকে রয়েছে বলে রাজ্য সরকারের অভিযোগ। এর আগে বহুবার কেন্দ্রের কাছে আবেদন জানানো হলেও কোনও সাড়া মেলেনি। একাধিকবার আন্দোলনে নামতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। রেড রোডে অবস্থান বিক্ষোভও করেছেন তিনি। রাজ্যের তহবিল থেকে বহু প্রকল্প চালু রাখতে হয়েছে, ফলে রাজকোষে চাপ বেড়েছে বলেই দাবি শাসকদলের।

এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে চড়ছে উত্তেজনার পারদ। বিশেষ করে ৯ তারিখ থেকেই শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ হওয়ার কথা রয়েছে।

বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ করাটা স্বাভাবিক। বরং উনি নিয়মিত যান না, সেটাই অস্বাভাবিক। নীতি আয়োগের বৈঠকেও রাজ্যের প্রতিনিধি পাঠান না, এটা প্রশ্ন তুলছে।”

সব মিলিয়ে দিল্লি সফর ঘিরে মোদী-মমতা সাক্ষাৎ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এই বৈঠকে কী ফলাফল আসে, সেদিকেই এখন তাকিয়ে বাংলা।

About The Author