শুক্রবার কলকাতায় মোদী! মেট্রোসহ ৫০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কলকাতা: বিকেলে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

একদিনের সফরে তিনি উদ্বোধন করবেন প্রায় ₹৫,২০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্প, যার মধ্যে রয়েছে কলকাতার তিনটি নতুন মেট্রো রুটের সূচনা।

প্রধানমন্ত্রীর সফর শুরু হবে বিকেল সাড়ে ৪টায়, পাটনা থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর মাধ্যমে। এরপর সড়কপথে তিনি যাবেন যশোর রোড মেট্রো স্টেশনে, যেখানে তিনি মেট্রো রেল সহ অন্যান্য প্রকল্পের উদ্বোধন করবেন।

উদ্বোধন শেষে মোদী মেট্রো রেলে চড়ে বিমানবন্দরে যাবেন এবং সেখান থেকে আবার যশোর রোড স্টেশনে ফিরে আসবেন। বিকেল সাড়ে ৫টা নাগাদ তিনি উপস্থিত থাকবেন দমদম সেন্ট্রাল জেল ময়দানে একটি সরকারি অনুষ্ঠানে।

এই অনুষ্ঠানে তিনি শিলান্যাস করবেন ৭.২ কিমি দীর্ঘ ৬ লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ের, যা হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগ আরও সহজ করবে।

সরকারি কর্মসূচির পরই শুরু হবে রাজনৈতিক পর্ব—বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’-র অংশ হিসেবে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

About The Author