টোকিওর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা একসঙ্গে চড়লেন বুলেট ট্রেনে, গন্তব্য সেন্দাই। ১৫তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে এই যাত্রা শুধু প্রতীকী নয়, বরং দুই দেশের প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতার গতিকে নতুন মাত্রা দিল।
যাত্রাপথে মোদী দেখা করেন ইস্ট জাপান রেলওয়ে কোম্পানিতে প্রশিক্ষণরত ভারতীয় চালকদের সঙ্গে—যাঁরা ভবিষ্যতে মুম্বই-আহমেদাবাদ হাই-স্পিড রেল প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাঁদের সঙ্গে কথোপকথনে উঠে আসে ভারতীয় রেল ব্যবস্থার আধুনিকীকরণ এবং জাপানি প্রযুক্তির প্রয়োগের সম্ভাবনা।
এর আগে টোকিওতে জাপানের ১৬টি জেলার গভর্নরদের সঙ্গে বৈঠকে মোদী তুলে ধরেন রাজ্য-প্রিফেকচার সহযোগিতার নতুন দিগন্ত। স্টার্টআপ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সবুজ শক্তি এবং সেমিকন্ডাক্টর—এই সব ক্ষেত্রেই দুই দেশের পারস্পরিক আগ্রহ ও বিনিয়োগ পরিকল্পনা স্পষ্ট হয়।
জাপানের তরফে আগামী এক দশকে ভারতে ৬০,০০০ কোটি টাকার লগ্নির প্রতিশ্রুতি এবং চন্দ্রযান-৫ মিশনে যৌথ অংশগ্রহণের ঘোষণা, এই সফরকে শুধু কূটনৈতিক নয়, মহাকাশ ও প্রযুক্তির দিক থেকেও ঐতিহাসিক করে তুলেছে।