Chenab Rail Bridge: ‘বিশ্বের সর্বোচ্চ রেলসেতু’র উদ্বোধন মোদীর, খরচ জানেন?

পহেলগাঁও জঙ্গি হামলার পর এই প্রথমবার জম্মু-কাশ্মীরে মোদী। ১ হাজার ৪০০ কোটি টাকা খরচে তৈরি ‘বিশ্বের সর্বোচ্চ রেলসেতু’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। চন্দ্রভাগা নদীর ওপর এই রেলসেতু বা চেনাব ব্রিজ ১.৩ কিলোমিটার দীর্ঘ।

শুক্রবার বেলা ১২টা নাগাদ ‘বিশ্বের সর্বোচ্চ রেলসেতু’টির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর সঙ্গেই ছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। ছিলেন রেলমন্ত্রীও। এদিন, রেলসেতু উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে ব্রিজ ঘুরে দেখেন মোদী।

রেলে চেপে ব্রিজও পার হন। জানা গেল, কাশ্মীরের জন্য এদিন নতুন দু’টি বন্দে ভারত ট্রেনেরও সূচনা হতে চলেছে। এছাড়া কাশ্মীরে মোট ৪৬ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথাও রয়েছে।

বিশ্বের উচ্চতম এই রেলসেতুর ওপর দিয়ে ঘণ্টায় ১০০ কিমি বেগে ছুটবে ট্রেন। রিখটার স্কেলে ৮ মাত্রার বড় ভূমিকম্পের ধাক্কা সইবার মত ক্ষমতাও রয়েছে। ব্রিজটি টিকে থাকবে ১২০ বছর। চন্দ্রভাগা নদীর উপরে তৈরি করা হয়েছে এই সেতু। দেখুন ভিডিও

About The Author