বাংলাদেশ হয়ে কলকাতা-ত্রিপুরা ১০ ঘণ্টায়, নয়া রেলপথের সূচনা মোদী-হাসিনার

এবার কলকাতা থেকে ত্রিপুরা যাতায়াতে সময় লাগবে মাত্র ১০ ঘণ্টা। বাংলাদেশ ওপর দিয়ে নয়া রেলপথের সূচনা করলেন মোদী-হাসিনা। বুধবার সকালে ভার্চুয়াল মাধ্যমে তিনটি প্রকল্পের উদ্বোধন করলেন দুই দেশের প্রধানমন্ত্রী। এর মধ্যে ভারত-বাংলাদেশ সংযোগকারী দুটি রেল প্রকল্প এবং একটি মেগা পাওয়ার প্ল্যান্ট অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশকে দেওয়া ৩৯২.৫২ কোটি টাকা অনুদানে নির্মিত হয়েছে আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ। এটি ১২.২৪ কিলোমিটার দীর্ঘ। বাংলাদেশে যার দৈর্ঘ্য ৬.৭৮ কিমি। পাশাপাশি, খুলনা-মংলা বন্দর রেললাইন প্রকল্পটি ভারত সরকারের অর্থানুকূল্যে নির্মিত হয়েছে। প্রকল্পটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলাকেও ব্রডগেজ রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করেছে।