তিন দিনের আমেরিকা সফরের প্রথম দিনেই টেসলার সিইও এবং টুইটার-কর্তা ইলন মাস্কের সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউইয়র্কে দুই কর্তার বৈঠক হয়েছে। বৈঠকের পর ইলন জানান, তিনি ‘মোদীর একজন ভক্ত’।
ইলন ভারতের ‘সম্ভাবনা’ এবং প্রধানমন্ত্রীর ‘উদ্যোগে’র ভূয়ষী প্রশংসা করেন। ভারতের সম্ভাবনার কথা বলতে গিয়ে টেসলা-কর্তা বলেন, ‘ভারতের ভবিষ্যৎ নিয়ে আমি ভীষণ উৎসাহিত। আমার ধারণা, বিশ্বের যে কোনও বড় দেশের তুলনায় ভারতের বেশি সম্ভাবনা রয়েছে।’
ইলন আরও বলেন, ‘দারুণ একটা বৈঠক হল মোদীর সঙ্গে। আমি তাঁকে খুবই পছন্দ করি।’ ২০১৫ সালে আমেরিকা সফরে গিয়ে টেসলার প্রক্রিয়াকরণ কেন্দ্রে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সে কথা উল্লেখ করে মাস্ক বলেন, ‘আমরা একে অপরকে বেশ কয়েক বছর আগে থেকেই চিনি। কিছু বছর আগে তিনি আমাদের কারখানায় এসেছিলেন।’ প্রসঙ্গত উল্লেখ্য, ইলন মাস্ক টুইটারের মালিকানা হাতে পাওয়ার পর এই প্রথম মোদীর সঙ্গে তাঁর বৈঠক হল।