মোদীর দেখা পেলেন না ঝড়ে নিহতদের পরিবার

জলপাইগুড়ি: মোদীর সভাতে গিয়েও তাঁর দেখা পেলেন না ঝড়ে নিহতদের পরিবার। নিরাশ হয়ে বাড়ি ফিরতে হল ময়নাগুড়ির দুই পরিবারকে।

ময়নাগুড়িতে ঝড় বিধ্বস্ত এলাকায় এসে ঘুরে দেখার কথা ছিল প্রধানমন্ত্রী, পড়ে তা বাতিল হয়। তবে সাহায্যের আশায় ধূপগুড়িতে মোদীর সভায় গিয়েছিলেন দুই পরিবার। প্রথমে ঠিক ছিল সভা শেষে দেখা করবেন মোদী। কিন্তু তা আর হল না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাথে কথা বলেই ফিরতে হল বাড়িতে।

উল্লেখ্য, সপ্তাহ আগে বিধ্বংসী ঝড়ে ময়নাগুড়িতে প্রায় আটশো পরিবার ক্ষতিগ্রস্ত হন। ঝড়ে দাপটে প্রাণ হারান দু’জন। ঘটনার রাতেই এসেছিলেন মুখ্যমন্ত্রী। পরদিন আসেন রাজ্যপাল। প্রধানমন্ত্রীরও আসার কথা ছিল বলে খবর। পড়ে জানা যায় তিনি আসবেন না। রবিবার ধুপগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন। সেই সভায় মোদির সাথে দেখা করতে গিয়ে নিরাশ হলেন ঝড়ে নিহত যোগেন রায় এবং সমর রায়ের পরিবার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন।

About The Author