ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার লোকসভায় জানালেন, ভারত-পাকিস্তান সংঘর্ষ থামাতে কোনও বিশ্বনেতা চাপ সৃষ্টি করেননি—যা যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির সম্পূর্ণ বিপরীত।
মোদির এই বক্তব্য এসেছে “অপারেশন সিঁদুর” নিয়ে আলোচনার সময়, যেখানে তিনি বলেন—
“কোনও বিশ্বনেতা আমাদের অভিযান থামাতে বলেননি।”
যদিও তিনি ট্রাম্পের নাম নেননি, কিন্তু তাঁর মন্তব্য স্পষ্টভাবে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যকে খণ্ডন করে।
বিগত মে মাসে ভারত ও পাকিস্তান চার দিনের এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে, যাতে দুই পক্ষের মিলিয়ে ৭০ জনেরও বেশি প্রাণহানি হয়। তারপরেই ট্রাম্প দাবি করেন, তিনি শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের মধ্যে যুদ্ধ থামিয়েছেন।
মোদি বলেন, ভারতের আক্রমণের তাপে পাকিস্তানই থেমে যাওয়ার অনুরোধ করে।
এই সংঘর্ষের সূত্রপাত হয় এপ্রিলে, যখন কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকবাজদের হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশিরভাগই হিন্দু। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে, যদিও ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে।