BJP সাংসদ-বিধায়ক হেনস্থায় সরব মোদী! সোজা বাংলায় তৃণমূলকে দুষলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: বিজেপি সাংসদ-বিধায়কের ওপর হামলায় বাংলায় তীব্র নিন্দা মোদীর, তৃণমূলের অসংবেদনশীলতা নিয়ে সরব প্রধানমন্ত্রী।

নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় এবার সরাসরি প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাংলায় লেখা এক পোস্টে তিনি এই ঘটনাকে “অত্যন্ত নিন্দনীয়” বলে উল্লেখ করেন। তাঁর ভাষায়, “যেভাবে আমাদের দলের সহকর্মীরা—যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়কও রয়েছেন—পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়।”

প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন-শৃঙ্খলার করুণ অবস্থার প্রসঙ্গ তুলে ধরেন। একইসঙ্গে তিনি আহ্বান জানান, বিজেপি কর্মীরা যেন জনগণের পাশে থেকে চলমান উদ্ধারকাজে সহায়তা করে যান। তাঁর এই পোস্টে রাজনৈতিক বার্তা যেমন আছে, তেমনি মানবিক আবেদনও স্পষ্ট।

রাজনৈতিক মহলে মোদীর এই বাংলায় লেখা পোস্টকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যজুড়ে বিজেপির প্রতিবাদ এবং কেন্দ্রের প্রতিক্রিয়া মিলিয়ে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলে ধারণা। নাগরাকাটার ঘটনায় রাজ্য-রাজনীতির নতুন মোড় স্পষ্ট।

About The Author