জন্মদিনে মোদীকে ফোন ট্রাম্পের, ‘বন্ধু’কে জানালেন শুভেচ্ছা

৭৫তম জন্মদিনে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দুই দেশের সম্পর্কের শীতলতা কাটিয়ে বন্ধুত্বের বার্তা দিলেন দুই নেতা।

নয়াদিল্লি: আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে এক উষ্ণ মুহূর্ত। ৭৫তম জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সময়ে ভারত-আমেরিকা সম্পর্কের মধ্যে যে শীতলতা দেখা দিয়েছিল, সেই আবহেই এই ফোনালাপকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ট্রাম্প নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান, “Just had a wonderful phone call with my friend, Prime Minister Narendra Modi. I wished him a very Happy Birthday! He is doing a tremendous job.” পাল্টা মোদীও ধন্যবাদ জানান ‘বন্ধু’ ট্রাম্পকে, এবং লেখেন, “আমিও ভারত-মার্কিন অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি।”

এই শুভেচ্ছা বিনিময়ের ঠিক আগেই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছে। ট্রাম্পের শুল্ক নীতির পর কিছুটা তিক্ততা তৈরি হলেও, সাম্প্রতিক আলোচনায় ইতিবাচক সুরই শোনা যাচ্ছে। মোদীর জন্মদিনে ট্রাম্পের শুভেচ্ছা যেন সেই সম্পর্কের পুনরুজ্জীবনের বার্তা।

About The Author