চিনের তিয়ানজিন শহরে SCO সম্মেলনের প্রাক্কালে নজিরবিহীন দৃশ্য—একই গাড়িতে সফর করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চিনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজের সরকারি গাড়ি ‘Hongqi L5’ মোদীর জন্য বরাদ্দ করেন, যা সাধারণত রাষ্ট্রীয় সফরে ব্যবহৃত হয়। অন্যদিকে, পুতিনের জন্য আনা হয় রাশিয়ার তৈরি ‘Aurus’ প্রেসিডেন্সিয়াল গাড়ি। তবে এক পর্যায়ে মোদী-পুতিনকে এক গাড়িতে দেখা যায়, যা আন্তর্জাতিক মহলে কূটনৈতিক বার্তা হিসেবে ধরা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, SCO সম্মেলনের আবহে এই দৃশ্য ভারত-রাশিয়া সম্পর্কের দৃঢ়তা ও পারস্পরিক আস্থার প্রতীক। একইসঙ্গে, চিনের মাটিতে এই বন্ধুত্বের প্রকাশ রাশিয়া-ভারত-চিন ত্রিপাক্ষিক সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে পারে।
এই সফরে মোদী ও শি জিনপিংয়ের মধ্যে প্রায় ৫০ মিনিটের বৈঠক হয়, যেখানে সীমান্ত সমস্যা থেকে শুরু করে বৈশ্বিক অর্থনীতি নিয়ে আলোচনা হয়। SCO-র মঞ্চে মোদীর এই সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক তৎপরতা তুঙ্গে।