Mock Drill: ভারতের পাঁচ রাজ্যে ফের মক ড্রিলের ঘোষণা

নয়া দিল্লি: দিন কয়েক আগেই সামরিক মহড়া ঘোষণার পরই আচমকাই ভারত-পাকিস্তান সংঘর্ষ শুরু হয়ে যায়। যুদ্ধ বিরতির পরিস্থিতি কিছুটা শান্ত হলেও আট ঘাট বেধেই রয়েছে ভারত। আগামীকাল ফের ভারতের ৫টি রাজ্যে সামরিক মহড়ার ঘোষণা হল। এই ৫টি রাজ্যই পাকিস্তানের সীমান্ত লাগোয়া।

ফের একবার মক ড্রিল হতে চলেছে। পাকিস্তান সীমান্ত লাগোয়া গুজরাট, পঞ্জাব, রাজস্থান, জম্মু কাশ্মীর, এই সব রাজ্যগুলিতে মক ড্রিল হবে। এই সময় মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারত-পাকিস্তান সংঘাত শুরুর পরই মক ড্রিল হয়েছিল। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পরদিনই, গত ৮ মে দেশের বিভিন্ন রাজ্যে মক ড্রিল হয়েছিল। যুদ্ধ বা সঙ্কটকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ কীভাবে সতর্ক ও সুরক্ষিত থাকবেন, তাই-ই শেখানো হয়েছিল। সাইরেন বাজলে সতর্ক হয়ে যাওয়া, নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া, লাইট অফ করে দেওয়ার মতো কাজ করতে বলা হয়েছিল।

প্রসঙ্গত, পহেলগাঁও জঙ্গি হামলার যোগ্য় জবাব ছিল অপারেশন সিঁদুর। ২২ জন পর্যটককে নৃশংসভাবে হত্যার জবাবে ৭ মে-র মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা।

About The Author