রায়গঞ্জ: তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের কন্যা রোশনারা বেগমের নাম SSC-র অযোগ্য তালিকায়। চোপড়ায় রাজনৈতিক চাঞ্চল্য ও বিতর্কের ঝড়।
চোপড়ায় ফের উত্তেজনা! স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য তালিকায় এবার নাম উঠল বিধায়ক-কন্যার। কালিগঞ্জ হাইস্কুলের ইংরেজি শিক্ষিকা রোশনারা বেগম, যিনি তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের কন্যা, তাঁর নাম শনিবার রাতে প্রকাশিত তালিকায় যুক্ত হয়েছে। কমিশনের ওয়েবসাইটে রোল নম্বর সহ তাঁর নাম দেখা যায়, যা ২০২২ সালের তালিকাতেও ছিল বলে সূত্রের দাবি।
এই ঘটনায় চোপড়ার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছে, “যোগ্যতা না থাকলে চাকরি পেলেন কীভাবে?” যদিও জেলা তৃণমূল নেতৃত্ব বিষয়টি এড়িয়ে গিয়েছে। স্থানীয় স্তরে শিক্ষক মহল ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের SSC প্যানেল বাতিল হওয়ায় রাজ্যজুড়ে হাজার হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন, যার মধ্যে রয়েছেন বহু প্রভাবশালী নেতার আত্মীয়ও।
চাকরি হারানো শিক্ষকদের তালিকায় বিধায়ক-কন্যার নাম উঠে আসায় এই ঘটনা এখন চোপড়ার অলিগলিতে আলোচনার কেন্দ্রে। প্রশ্ন উঠছে, এই তালিকা কি শুধুই আইনি নির্দেশের ফল, না কি এর পেছনে রয়েছে আরও গভীর রাজনৈতিক টানাপোড়েন?

