ED-কে দেখেও পালানোর চেষ্টা, মোবাইল ছুড়ে দিলেন তৃণমূল বিধায়ক

মুর্শিদাবাদ: সিবিআইয়ের পর এবার ইডিকে দেখেও পালানোর চেষ্টা! মোবাইল ছুড়ে দিলেন তৃণমূল বিধায়ক। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়িতে ইডি গেলে অফিসারদের দেখেই পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি এবং বাড়ির পেছনের ঝোপে মোবাইল ফেলে দৌড় দেন, যা পরে উদ্ধার হয়।

কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। অভিযোগ, তিনি অন্তত দু’টি ফোনের পাসওয়ার্ড দিতে অস্বীকার করেছেন এবং তাঁর উত্তরে অসঙ্গতি রয়েছে।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার সকাল থেকে কলকাতা ও বিভিন্ন জেলায় ইডির তল্লাশি চলছে। জীবনকৃষ্ণের মুর্শিদাবাদের আন্দির বাড়িতে পৌঁছেই তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন তিন জওয়ান। এখন পাঁচ ইডি আধিকারিক তাঁর জিজ্ঞাসাবাদে ব্যস্ত।

তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার তদন্তে নতুন নাটকীয় মোড়। সোমবার সকাল থেকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। সেই অভিযানের অংশ হিসেবে মুর্শিদাবাদের আন্দিতে জীবনকৃষ্ণ সাহার গ্রামের বাড়িতে পৌঁছায় ইডির একটি দল। বিধায়ক তখন বাড়িতেই ছিলেন। কিন্তু ইডিকে দেখে তিনি আচমকা বাড়ির পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন। কেন্দ্রীয় সংস্থার তিন জওয়ান তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন এবং ফের বাড়ির ভিতরে নিয়ে আসেন।

এরপর ঘটে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, পালানোর সময় তিনি বাড়ির পিছনের ঝোপে একটি মোবাইল ফোন ছুড়ে দেন। প্রথমে ইডি আধিকারিকেরা বিষয়টি বুঝতে পারেননি। পরে পরিত্যক্ত নর্দমা থেকে সেই মোবাইলটি উদ্ধার করা হয়। ফোনটি কী অবস্থায় রয়েছে, তাতে কী তথ্য আছে—তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখযোগ্য, এর আগেও সিবিআই হানার সময় জীবনকৃষ্ণ সাহা নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ছুড়ে দিয়েছিলেন, যা পরে উদ্ধার করা হয়।

বর্তমানে ইডির অন্তত পাঁচ আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। অভিযোগ উঠেছে, তিনি অন্তত দুটি ফোনের পাসওয়ার্ড দিতে অস্বীকার করেছেন। গত ৯০ দিনের কল রেকর্ড ধরে ধরে তাঁকে প্রশ্ন করা হচ্ছে, কিন্তু তাঁর উত্তরে অসঙ্গতি রয়েছে বলে দাবি তদন্তকারীদের। কেন্দ্রীয় সংস্থার সঙ্গে অসহযোগিতার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

এদিকে, শুধু আন্দির বাড়িই নয়—বীরভূমের সাঁইথিয়ায় তাঁর পিসি তথা তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়ি, রঘুনাথগঞ্জে শ্বশুরবাড়ি এবং মহিষগ্রামের এক ব্যাঙ্ক কর্মচারীর বাড়িতেও ইডি তল্লাশি চালাচ্ছে। সব মিলিয়ে জীবনকৃষ্ণ সাহাকে ঘিরে কেন্দ্রীয় তদন্তে ফের উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

About The Author