‘এমনভাবে কেস লিখুন, যেন দোষীদের ফাঁসিই হয়’: বিধায়ক

রাজগঞ্জ: ‘আপনার এমনভাবে কেস লিখবেন যেন দোষীদের ফাঁসিই হয়, ডিএসপি এবং সিআইকে এই বিষয়ে আমি বলেছিলাম; কারণ তাঁরা যেভাবে অভিযোগ জানাবেন সেভাবেই তদন্ত এগোবে।’ গণধর্ষণ ও খুন কাণ্ডে যে কেউ জড়িত থাকুক না কেন, সবারই শাস্তি হবে। সোমবার মৃতার বাড়িতে গিয়ে একথাই জানালেন বিধায়ক। রাজগঞ্জের মৃত স্কুলছাত্রীর পরিবারকে আশ্বস্ত করতে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, ‘শুধু তৃণমূল কেন, কোনও দলেরই কাউকেই রেয়াত করা হবে না।’

https://www.facebook.com/RNFNewsOfficial/videos/1019395175149440/

রবিবার বিজেপির রাজ্য সহসভাপতি দীপেন প্রামাণিক মৃত নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে অভিযোগ করেন, ছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় এক তৃণমূল নেতার নাম যুক্ত রয়েছেন। এই মর্মে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন মৃতের পরিবার। কিন্তু পুলিশ ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করলেও অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেনি। তৃণমূল ওই নেতাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে আন্দোলনে নামা হবে জানিয়েছিলেন দীপেনবাবু। পরদিনই মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজগঞ্জের বিধায়ক তথা তৃণমূলের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান খগেশ্বর রায়। তিনি জানান, নাবালিকা ওই ছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় যে কেউ জড়িত থাকুক না কেন পুলিশকে কঠোর শাস্তি দিতে বলা হয়েছে। ‘আমার দলেরও কেউ ঘটনায় যুক্ত থাকলে তাকেও যেন রেহাই না দেওয়া হয়।’

About The Author