ভারতের উত্তর-পূর্বাঞ্চলের দুর্গম রাজ্য মিজোরাম অবশেষে দেশের রেল মানচিত্রে জায়গা করে নিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালি উদ্বোধন করলেন বৈরাবি–সাইরাং রেলপথ, যার মাধ্যমে কলকাতা-সহ দেশের অন্যান্য শহরের সঙ্গে সরাসরি রেল সংযোগ স্থাপন সম্ভব হবে।
এই প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মতো আইজল শহরে পৌঁছল রেল, যা মিজোরামের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে। ৫১ কিমি দীর্ঘ এই রেলপথে রয়েছে ৪৫টি সুরঙ্গ ও ১৪২টি সেতু, যার মধ্যে একটি সেতু কুতুব মিনারের থেকেও উঁচু।
প্রধানমন্ত্রী মোদী বলেন, “উত্তর-পূর্ব ভারতের উন্নয়নকে আমরা ভোটের চশমায় দেখি না। উন্নয়নই আমাদের অগ্রাধিকার।” তিনি বিরোধীদের উদ্দেশে কটাক্ষ করে বলেন, “যেখানে ভোট, সেখানেই নজর বিরোধীদের। অন্যথায় কোনও কিছুরই গুরুত্ব নেই তাদের কাছে।”
এই রেল সংযোগের ফলে কলকাতা থেকে মিজোরামের রাজধানী আইজল পৌঁছনো যাবে মাত্র ৩১ ঘণ্টায়, যা আগে কল্পনাতীত ছিল। চালু হয়েছে সাইরাং–দিল্লি রাজধানী এক্সপ্রেস, এবং শীঘ্রই কলকাতা ও গুয়াহাটি সংযোগকারী ট্রেনও চালু হবে।
এই প্রকল্পের মোট ব্যয় ৮,০৭০ কোটি টাকা, যা কেন্দ্রীয় সরকারের ‘অ্যাক্ট ইস্ট’ নীতির অংশ হিসেবে বাস্তবায়িত হয়েছে।

